পাথরপ্রতিমার মৃদঙ্গভাঙ্গা নদীতে মৎসজিবীদের জালে উঠল কুমিরছানা

নবাব মল্লিক, পাথরপ্রতিমা: মঙ্গলবার পাথরপ্রতিমার মৃদঙ্গভাঙ্গা নদীতে মৎসজিবীদের জালে উঠল কুমিরছানা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর সকালে পাথরপ্রতিমার যশোদা মোড় সংলগ্ন মৃদঙ্গ ভাঙা নদীতে শেখ রাহাজ উদ্দীন নামে এক মৎস্যজীবীর জালে পড়ে ওই কুমিরের বাচ্চাটি। বর্তমানে বনদপ্তরের লোক এসে ওই কুমিরের বাচ্চাটিকে ভগবতপুর কুমির প্রকল্পে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। পাথরপ্রতিমা ব্লকের মৃদঙ্গ ভাঙ্গা নদীতে মৎস্যজীবির জালে কুমির, তুলে দেওয়া হলো বনদপ্তরের হাতে। আজ সকালে পাথরপ্রতিমা ব্লকের দিগম্বর পুর গ্রাম পঞ্চায়েতের যশোদা মোড় সংলগ্ন মৃদঙ্গ ভাঙা নদীতে শেখ রাহাজ উদ্দীন নামে এক মৎস্যজীবী মাছ ধরতে যায়, জল তোলার পর হঠাৎ দেখতে পাই জলের মধ্যে একটি কুমিরের বাচ্চা ভয়ের সঙ্গে সঙ্গে চিৎকার করতে থাকে, অন্যান্য মৎস্যজীবীরা দৌড়ে এসে কুমিরের বাচ্চাটাকে জালসহ উপরে তুলে আরে খবরদার ঢোলাহাট থানার সিভিকদের। সঙ্গে সঙ্গে শ্রমিকরা সেখানে পৌঁছায় এবং ঢোলাহাট থানাতে জানায় অফিসার রামগঙ্গা রেঞ্জার কে ফোন করলে সেখান থেকে বনদপ্তর আসে তুলে দেয়া হয় বনদপ্তর এর হাতে বনদপ্তর জানিয়েছেন ভাগবতপুর কুমির প্রকল্প এটিকে ছেড়ে দেওয়া হবে। এলাকার মানুষকে ধন্যবাদ জানান তিনি। কুমিরটিকে না মেরে রে তাদের হাতে তুলে দেওয়ার জন্য গ্রামবাসীদের ধন্যবাদ জানান।