নবগ্রামের অমরকুন্ড স্কুল মোড়ে ৯৫০ মিটার রাস্তার পথশ্রী প্রকল্পের শুভ উদ্বোধন‌‌ হলো

আসিফ রনি, মুর্শিদাবাদ : পঞ্চায়েত ভোটের পূর্বে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের উদ্যোগে ১২ হাজার কিমি রাস্তার নির্মাণ ও পুননির্মাণের লক্ষ্যে নতুন প্রকল্প পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প। মঙ্গলবার যার শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের অমর কুন্ডু গ্রাম পঞ্চায়েতের অমরকুন্ডু স্কুল মোড়ে ৯৫০ মিটার পথশ্রী প্রকল্পের নারকেল ফাটিয়ে শুভ উদ্বোধন করেন বিডিও প্রতিনিধি রজত রায় ও অঞ্চল প্রধান মমতা মণ্ডল চৌধুরী।

     

    উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লক তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি আসিফ ইকবাল, নবগ্রাম ব্লক বিডিও প্রতিনিধি রজত রায়, অমর কুন্ডু অঞ্চল প্রধান মমতা মণ্ডল চৌধুরী, উপপ্রধান আজফার আলী, অমর কুন্ডু অঞ্চল তৃণমূল সভাপতি ভাস্কর ঘোষ, সহ-সভাপতি মোমিন শেখ ও মশিউর রহমান, অমরকুন্ডু অঞ্চল তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান আবুল কালাম, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আরব আলি। এছাড়াও উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসে জেনারেল সেক্রেটারি দেবাশীষ চৌধুরী।

     

    এদিন পথশ্রী প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের মেয়েরা নৃত্য ও নাচ পরিবেশন করে। অতঃপর ৯৫০ মিটার রাস্তার শুভ উদ্বোধন করা হয়। পরিশেষে অঞ্চল প্রধান মমতা মণ্ডল চৌধুরীর ভাষণের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। এ রাস্তার নির্মাণের ফলে এলাকাবাসীর যাতায়াতের সুবিধা হবে বলে জানান এলাকার মহিলারা।