|
---|
সেখ সামসুদ্দিন, ৭ আগস্টঃ প্রাথমিক শিক্ষার উন্নয়নের স্বার্থে পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে চেয়ারম্যানের সভাপতিত্বে বিধায়কদের নিয়ে আলোচনা সভা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, বিধায়ক শেখ শাহনোয়াজ হোসেন, বিধায়ক নিশীথ কুমার মালিক, বিধায়ক আলোক কুমার মাঝি, বিধায়িকা শম্পা ধারা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু কোঙার, ডি .আই দেবব্রত পাল , সমস্ত এ.আই, এস .আই ও পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের কর্মীবৃন্দ।