পাথরঘাটা আদর্শ শিশু বিকাশ কেন্দ্রে নানা কর্মসূচি….

শেখ মোহাম্মদ ইমরান,নতুন গতি,মেদিনীপুর:-রবিবার মেদিনীপুর শহরের পাথরঘাটায় অবস্থিত আদর্শ শিশু বিকাশ কেন্দ্রের উদ্যোগে এবং ‘এক আকাশ’ স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় অনুষ্ঠাষ্ঠিত হলো নানা কর্মসূচি। এদিন যেমন খুশি আঁকো প্রতিযোগিতায় অংশ নেয় বিদ্যালয়ের পড়ুয়ারা। মাতৃভাষা দিবস কেন্দ্রীক আলোচনায় অংশ নেন উপস্থিত অতিথিরা। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কিছু চারাগাছ রোপণ করা হয়। আঁকা প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের পুরস্কৃত হয়।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেক ফায়সাল হোসেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখিকা ও সমাজকর্মী রোশেনারা খান, টাউন হাইস্কুলের শিক্ষক কৌশিক দাস, সমাজসেবী বেলাল হোসেন, সমাজকর্মী চন্দ্রিমা সামন্ত, চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ। বিদ্যালয়ের পক্ষ রোশেনারা খান কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এদিন যন্ত্রসংগীত শুনিয়ে কচিকাঁচাদের আনন্দদান করেন চন্দ্রিমা সামন্ত। শঅন্যদিকে ‘এক আকাশ’ এর পক্ষ থেকে বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।