|
---|
করোনা সংকটের মাঝেই বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করলেন ৪৯ জন
রাহুল রায়,নতুন গতি,পূর্ব বর্ধমানঃ করোনা সংকটের মাঝেই বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করলেন ৪৯ জন। বর্ধমান ২ব্লকের বৈকুন্ঠপুর ১অঞ্চলের জোতরাম। বর্ধমান ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক এর নেতৃত্বে বৈকুণ্ঠপুর ১নং অঞ্চলের ৪৯ জন বিজেপি কর্মী তৃনমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা , ব্লক সভাপতি তথা বিধায়ক নিশীথ কুমার মালিক,সাধারণ সম্পাদক সৌভিক পান, অঞ্চল সভাপতি আজাদ রহমান, বৈকুন্ঠপুর ১গ্রাম পঞ্চায়েত প্রধান রাখি সাঁতরা, উপপ্রধান জয়দেব ব্যানার্জি সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব।