রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পাঁচতলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা এক রোগীর

বীরভূম: বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পাঁচতলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে এক রোগীর আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য হাসপাতাল চত্বরে। এই ঘটনার পর ভাঙচুর চালায় রোগীর পরিবার।

    জানা যায় মৃত রোগী বীরভূমের মারগ্রাম থানার কোড়া গ্রামের বাসিন্দা মহম্মদ বিন। পরিবারের তরফ থেকে জানা যায় গত শুক্রবার পারিবারিক অশান্তির জেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন মহম্মদ। তার পর থেকেই রামপুরহাট হাসপাতালে ভরতি ছিলেন।

    মহম্মদের স্ত্রী রেকিবা বিবি জানিয়েছেন “ও হাসপাতালের পুরুষ বিভাগে ভর্তি ছিল। তাই পরিবারের কোনও মহিলা সদস্যকে থাকতে দেওয়া হয়নি। শনিবার দুপুরে আমরা আসতে আমাদের ঢুকতে দেওয়া হয়নি। পরে আমাদের পরিবারের এক পুরুষ সদস্য আসে তাও সে এসে মহম্মদকে দেখতে পায়নি। কিন্তু হাসপাতাল জানায়, নিজের বেডেই ছিল মহম্মদ। রবিবার সকালেও আমরা আসি। তখন কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ছাদ থেকে পড়ে গিয়ে ওর মৃত্যু হয়েছে।”

    খবর পাওয়া মাত্র ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। তাঁরা হাসপাতালে এমএসভিপি এবং সুপারের সঙ্গে যোগাযোগ করতে ছোটেন। রবিবার হওয়ায় দু’ জনের কেউই হাসপাতালে ছিলেন না। বদলে ওয়ার্ড মাস্টারের সঙ্গে যোগাযোগ করেন মহম্মদের পরিবারের সদস্যরা।

    রামপুরহাট হাসপাতালের ওয়ার্ড মাস্টার সুখদেব ভান্ডারী জানিয়েছেন “এক অজ্ঞাত পরিচয় রোগী হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে বিস্তারিত জানতে ওই ওয়ার্ডের দিকে যাচ্ছিলাম। পুলিশেও খবর দিয়েছিলাম। কিন্তু তার আগেই পরিবারের সদস্যরা আমাকে তুলে নিয়ে গিয়ে গণপ্রহার করে। হাসপাতালে প্রবেশ পথেও ভাঙচুর চালায়।”

    খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। মারধর এবং ভাঙচুরের ঘটনায় ৬-৭ জনকে আটক করে রাখা হয়েছে।