|
---|
জলপাইগুড়ি: চিকিৎসার গাফিলতির কারনে মৃত্যু এক সদ্যোজাত শিশুর৷ মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি যে হাসপাতালের শিশু বিভাগে। শিশু মৃত্যুর ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ এনে বুধবার হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় রোগী পরিবারের লোকেরা। হাসপাতাল এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি সামাল দেয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।
জানাগেছে, মঙ্গলবার জলপাইগুড়ি মধ্য ডাউকিমাড়ি এলাকার বাসিন্দা মিঠুন দাস তার স্ত্রী অপর্না দাসকে জলপাইগুড়ি সদর হাসপাতালের মাদার এন্ড চাইল্ড হাবে ভর্তি করেন। সেই রাতেই অপর্না দেবী একটি পুত্র সন্তানের জন্ম দেন৷ অভিযোগ সদ্যোজাত শিশুটি সামান্য শ্বাসকষ্ট থাকায় শিশুটিকে প্রথমে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে রেফার করা হয়। শিশুর পরিবারের লোকেরা সদ্যজাত শিশুটিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার জন্য তৈরি হলেও হাসপাতাল থেকে শিশুটিকে ছাড়েনি হাসপাতাল কর্তৃপক্ষ বলে অভিযোগ। এর কিছু সময় বাদে হাসপাতালের তরফে পরিবারকে জানানো হয়েছে শিশুটির মৃত্যু হয়েছে। শিশুর বাবা মিঠুন দাসের অভিযোগ আমার সন্তানকে রেফার করে দেওয়ার পরেও কেন ছাড়া হলনা হাসপাতাল থেকে। দুঘন্টা হাসপাতালে রেখে দেওয়ার পর জানানো হয় শিশু মৃত্যুর ঘটনা। এই ঘটনায় তিনি চিকিৎসার গাফিলতির অভিযোগ এনেছেন চিকিৎসক ও নারসিং কর্মীদের বিরুদ্ধে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করে হাসপাতাল চত্বরে বুধবার বিক্ষোভ দেখায় মৃত শিশুর পরিবারের লোকেরা। বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে পৌছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। এই বিষয়ে হাসপাতাল সুপারের সাথে যোগাযোগ করা হলে তার সাথে যোগাযোগ করা যায়নি।