|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: মুখে অক্সিজেন মাস্ক। উঠে দাঁড়ানোর সামর্থ্য নেই। কিন্তু রয়েছে প্রবল জীবনীশক্তি। হাসপাতালের শয্যায় বসেই ‘লাভ ইউ জিন্দেগি’ গানের সুরে দুলতে দেখা গিয়েছিল ৩০ বছরের ওই যুবতীকে। কোভিড আক্রান্ত সেই যুবতীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন চিকিৎসক মনিকা সিংহ। তিনিই ওই ভিডিয়ো আপলোড করেছিলেন নেটমাধ্যমে। ভাইরালও হয়েছিল সেই ভিডিয়ো।
১৩ মে করা টুইটে মনিকা লিখেছেন, ‘খুব খারাপ লাগছে। আমরা এক সাহসীকে হারালাম। দয়া করে ওর পরিবারের জন্য প্রার্থনা করুন’। এর আগে কোভিড আক্রান্ত যুবতীর শারীরিক অবস্থার অবনতির কথাও জানিয়েছিলেন তিনি। ১০ মে তিনি লিখেছিলেন, ‘ওঁর অবস্থা স্থিতিশীল নয়। আইসিইউ-তে দেওয়া হয়েছে ওঁকে। ওঁর জন্য প্রার্থনা করুন। নিজেকে খুব অসহায় লাগছে। সব কিছু ভগবানের হাতে’।