|
---|
সংবাদদাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেন্দ্রের পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস এর মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ অবস্থান বিক্ষোভ উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের ডাকে উলুবেড়িয়া SDO অফিসের সন্নিকটে।
উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি।এছাড়াও উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বর্তমান প্রশাসক অভয় দাস,প্রশাসক আব্বাসউদ্দীন খাঁন, প্রশাসক আকবর সেখ,পূর্ব কেন্দ্রের সভাপতি বেনুকুমার সেন,মুক্তেশ দে,ইনামুর রহমান,রিতা ব্যানার্জী,হাসিবুর রহমান,রোবিয়াল হক,বাদশা মিদদে, নাসিম আহমেদ,সেখ সানওয়াজ,শুক্লা ঘোষ,সেখ মোস্তাক থেকে শুরু করে বহু বিশিষ্ঠ নেতৃবৃন্দ ও তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ।।