|
---|
সংবাদদাতা : পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মেমারি এক নং যুব তৃণমূল কংগ্রেস পেট্রোল পাম্প গুলিতে গিয়ে ২৪ সেপ্টেম্বর প্রতিবাদ জানাল। নেতৃত্ব দেন মেমরি ১নং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র সিং। এদিন এই ব্লকের দেবীপুর, দুর্গাপুর, বাগিলা অঞ্চলের কালশিতে সুলক্ষনা এইচপি পেট্রোল পাম্প, রসুলপুরের এইচপি পেট্রোল পাম্পে গিয়ে যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রতিবাদ জানান। প্রতিবাদ জানাতে গিয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিষোদগার করেন। মেমারি ১নং ব্লকের পেট্রোল পাম্প গুলিতে যেখানে ফলাও করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দেওয়া আছে সেই ছবিগুলি যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা কালো কালি দিয়ে মুছে ফেলে লেখেন : পেট্রোল ডিজেল মূল্য বৃদ্ধিকারী বিজেপি সরকার, লজ্জা হওয়া দরকার। মেমারি ১নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র সিং বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অলোক কুমার মাজির নির্দেশে মেমারি ১নং ব্লকের বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানানো হচ্ছে। প্রতিবাদ জানাতে গিয়ে পথ চলিত মানুষ ও গাড়ির আরোহীদের পেট্রোল ও ডিজেলের আকাশচুম্বী মূল্যবৃদ্ধির ব্যাপারে অবহিত করা হয়। জিতেন্দ্র সিং আর ও অভিযোগ করেন ইন্ডিয়া বিগেস্ট পাপ্পু অমিত শাহ সাধারণ মানুষের করের টাকায় বিভিন্ন রাজ্য থেকে এমএলএ, এম পি কেনা বেচার ব্যাপারে অন্যতম কান্ডারী। মূল্যবৃদ্ধি ঘটিয়ে টাকা লুটে এই সমস্ত নেতিবাচক দিকে নাম কিনে অমিত শাহ অনেকের নজর কেড়েছেন।