পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস, ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অত্যধিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে জনসভা।

নিজস্ব সংবাদদাতা : আজ ৬ই নভেম্বর রবিবার, বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস, ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসা পরায়নতার বিরুদ্ধে জনসভা হয়, মুর্শিদাবাদ জেলার বহরমপুরের টেস্কটাইল মোড়ে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম,, রাজ্যের মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা রাজ্যের মন্ত্রী আখরুজ্জামান, বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভানেত্রী শ্রীমতি শাওনী সিংহ রায়, বিধায়ক নিয়ামত সেখ, বিধায়ক ইদ্রিস আলী, বিধায়ক অপূর্ব সরকার, বিধায়ক রবিউল আলম চৌধুরী, বিধায়ক হুমায়ুন কবির, বিধায়ক আব্দুর রাজ্জাক প্রমুখ।
রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বক্তব্যে বলেন, এখানকার নেতা তলায় তলায় বিজেপির সঙ্গে সম্পর্ক রেখে কংগ্রেসকে শূন্যের কোঠায় নামিয়ে দিয়েছে। মুর্শিদাবাদ জেলার মানুষ দিদিকে এবং তৃনমূল কংগ্রেসকে ভালোবেসে প্রতিজ্ঞা করেছিলেন মুর্শিদাবাদের বাইশটা সিট উপহার দেব কিন্তু এলাকার সাংসদ নিজের পা কেটে পরের যাত্রা নষ্ট করল।এটা কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন আমাদের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি করে দিয়েছে। সেদিনের কংগ্রেসের এইখানের মিটিং এ দেখা গেছে বিজেপির ঝান্ডা মার্কা গাড়ি, বিজেপি দু আড়াই শো লোক দিয়ে কংগ্রেসের সেদিনের মিটিং এ বন্ধুত্বের উপকারটা মনে রেখেছে। তিনি আরও বলেন, কংগ্রেস সভাপতি একদিন বলেছিলেন “দুধ মাঙ্গোগী তো ক্ষীর দেঙ্গগী আউর মুর্শিদাবাদ মাঙ্গোগী তো চির দেঙ্গগী ‘আজ নিজেই দু চির হয়ে গেছে।