|
---|
নিজস্ব সংবাদদাতা, পাত্রসায়ের : রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটি এবং বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস কমিটির অনুমোদনে পাত্রসায়র ব্লকে তৃণমূলের কোর কমিটির নাম প্রকাশ করা হয়।পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটি গঠনের মাধ্যমে আগামী বিধানসভা নির্বাচন কে সামনে রেখে দল কে শক্তিশালী করবে তা বলা যায়।বিধানসভা ভোটের আগে এই কোর কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা বলা বাহুল্য।তৃণমূল কংগ্রেসের ব্লক কোর কমিটি গঠনের ফলে রাজনৈতিক জল্পনাকল্পনা অবসান হল তা বলা যায়।পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে কোর কমিটির নাম প্রকাশ করেন।পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির নাম গুলি হল ব্লক সভাপতি দিলীপ বন্দ্যোপাধ্যায় ,ব্লক সহ সভাপতি প্রভাত মুখোপাধ্যায়ের, সেখ আজফার হোসেন, এছাড়াও অঞল তৃণমূল সভাপতি ও অঞলের অনেক পদাধিকারীগন ।ঐদিন অঞল তৃণমূল কংগ্রেস কমিটির ও নাম প্রকাশ করা হয়।পাত্রসায়ের ব্লকের মোট ১০ অঞলের তৃণমূল কংগ্রেসের কমিটির ও নাম ঘোষণা করেন ব্লক সভাপতি দিলীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়। পাত্রসায়ের ব্লক রাজনৈতিক ভাবে খুবই গুরুত্বপূর্ণ কারণ ইন্দাস বিধানসভা ও সোনামুখী বিধানসভার অন্তগত।এই দুটি বিধানসভা নির্বাচনের ফলাফলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ব্লকের।২০২১ এর বিধানসভা নির্বাচন কে সামনে রেখে পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির উপর তৃণমূলের ২টি বিধানসভা নির্বাচনে জয়লাভের অন্যতম ভূমিকা পালন করতে হবে বলে রাজনৈতিক মহলের ধারণা।