|
---|
নিজস্ব সংবাদদাতা, পাত্রসায়ের : সোমবার, ২১ শে ফেব্রুয়ারি,সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের পতেসপু্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ” আন্তর্জাতিক মাতৃভাষা দিবস “। এদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক রামপ্রসাদ মুখার্জি, বিশিষ্ট সমাজসেবী ও প্রাক্তন পঞ্চায়েতের সমিতির সভাপতি দিলীপ ব্যানার্জি, বিশিষ্ট সাংবাদিক সেখ আজফার হোসেন ও পতেসপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল সহকারী শিক্ষক ও ছাত্র ছাত্রীরা। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিগণ তাঁদের বক্তব্যে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন।