|
---|
সংবাদদাতা : প্রতি বছরের ন্যায় এই বছরও ” পাওয়ারগ্রেড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড” এর পক্ষ থেকে ইং.- ৩১শে অক্টোবর হতে ৬ই নভেম্বর -২০২২.পর্যন্ত “সতর্কতা সচেতনতা সপ্তাহ” পালন করা হয়। উক্ত সচেতনতা মূলক সপ্তাহে পাওয়ার গ্রিডের তরফ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়, যেমন পলসন্ডার “নেহেরুনগর আদিবাসী উচ্চ বিদ্যালয়”-এ গিয়ে সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে দুর্নীতি বিষয়ের উপর প্রতিযোগিতামূলক কর্মসূচির মধ্য দিয়ে নবম ও দশম শ্রেণীর সকল ছাত্র-ছাত্রীদের প্রাইজ বিতরণ করা হয় , আমাদের পার্শ্ববর্তী গ্রাম দক্ষিণগ্রাম আদিবাসী পাড়ায় গিয়ে একটি গ্রাম্যসভার আয়োজন করা হয় যেখানে সমাজের দুর্নীতি সম্পর্কে সচেতন করা হয় ও প্রতিটি গ্রামবাসীদের হাতে একটি করে উপহার তুলে দেওয়া হয়।, পাশাপাশি পার্শ্ববর্তী গ্রাম গুলোতে পদযাত্রা করে মানুষ ও সমাজকে দুর্নীতি সম্পর্কে সচেতন করার চেষ্টা করা হয়।, ও সকল কর্মচারীদের মধ্যে দুর্নীতি মূলক ভাষণ ও শপথ বাক্য পাঠ করানো হয়।পাওয়ার গ্রিড, বহরমপুর. “সর্তকতা সচেতনতা সপ্তাহ – ২০২২”এর মূল উদ্দেশ্য বা লক্ষ্যই হল বিকশিত সমাজের জন্য দুর্নীতিমুক্ত ভারত গড়ার এক ক্ষুদ্র প্রয়াস । আর এই ক্ষুদ্র অভিনব উদ্যোগ প্রশংসনীয় ।
“Once correct names are printed on my certificate , I will not request for any change.”