|
---|
সেখ সামসুদ্দিন : কোভিড-১৯ নিয়ে সচেতনতায় পায়ে হেঁটে সোনালি চতুর্ভূজ পাড়ি যুবক বৃদ্ধের। হাওড়ার বাসিন্দা ঠাকুরদাস শাসমল ওরফে দাশুদা আজ বর্ধমানের উল্লাস থেকে যাত্রা শুরু করলেন। সারা ভারত ঘুরতে সময় লাগবে আনুমানিক ৫ মাস। এই পাঁচ মাস ধরে করোনা নিয়ে সচেতনতা চালাবেন যাত্রাপথে। আজ উল্লাস মোড় থেকে ফ্যালকন মোটর স্পোর্টস ক্লাব ও পল্লীমঙ্গল সমিতির যৌথ উদ্যোগে তার যাত্রাপথের ফ্লাগ অফের ব্যবস্থ্যা করা হয়। বিধায়ক নিশীথ মালিক, ট্রাফিক ইন্সপেক্টর(২) সঞ্জয় চ্যাটার্জী তার যাত্রাপথের শুভ সূচনা করেন। উপস্থিত ছিলেন ওসি ট্রাফিক বীরহাটা ও গোলাপবাগ যথাক্রমে সংগ্রাম বাবু ও সুদীপ বাবু, বিশিষ্ট সমাজসেবী রাসবিহারী হালদার, পল্লীমঙ্গল সমিতির তরফে ঠাকুরদাসবাবুর হাতে তার চলার পথে সাধারণ মানুষের মধ্যে বিলির জন্য ও তার নিজের সুরক্ষার জন্য ও কুটির সুরক্ষার প্যাকেট তুলে দেওয়া হয়।