|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- ৩০ শে এপ্রিল শনিবার বীরভূম জেলার রাজনগর থানা শান্তি কমিটি ও প্রশাসনিক ভাবে স্থানীয় থানা চত্বরে একটি বিশেষ সভার আয়োজন করা হয়৷ দীর্ঘ একমাস মাহে রমজান পালনের পর মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা মিলিত হোন ঈদগাহ ময়দানে এবং বিশেষ নামাজ আদায় করেন জামাতের মাধ্যমে তথা সমবেত ভাবে।আসন্ন সেই ঈদ উৎসব উপলক্ষে এলাকায় শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখার পারস্পরিক দায়িত্ব পালনের জন্য উক্ত সভা আয়োজিত হয় বলে জানা গিয়েছে৷ এদিন আলোচনা সভায় উপস্থিত ছিলেন চন্দ্রপুর সার্কেল ইন্সপেক্টর পীযূষ কান্তি লায়েক, রাজনগর থানার ওসি পার্থ ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও রাজনগর থানা শান্তি কমিটি,রাহে ইসলাম কমিটির সদস্য বৃন্দ,সাংবাদিক তথা রাজনগর রাজ পরিবারের সদস্য মহম্মদ সফিউল আলম, স্থানীয় সমাজসেবী, রাজনৈতিক ব্যক্তিত্ব প্রমুখ৷ রাজনগর থানার অন্তর্গত বিভিন্ন প্রান্তে ঈদগাহ ও মসজিদে এবারও যাতে শান্তিপূর্ণ ভাবে ঈদের নামাজ সম্পন্ন হয় এবং সার্বিক ভাবে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে সে বিষয়েই মূলত পারস্পরিক আলোচনা হয়৷ উপস্থিত সদস্য, প্রতিনিধি সহ প্রশাসনিক আধিকারিকরা নিজস্ব মতামত ব্যক্ত করেন৷ রাজনগর থানা শান্তি কমিটি ও স্থানীয় থানার পক্ষ থেকে উপস্থিত সকল ও এলাকাবাসীদের ঈদের অগ্রিম শুভেচ্ছা জানানো হয় উক্ত অনুষ্ঠানের মাধ্যমে৷