গঙ্গাসাগর ঐতিহাসিক ধর্ম সভায় সম্প্রীতির বার্তা

নিজস্ব সংবাদদাতা গঙ্গাসাগর:

    দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর যুব গোষ্ঠী ও গঙ্গাসাগর মুসলিমদের সহযোগিতায় গঙ্গাসাগর ৫ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন ময়দানে এক বিরাট ঐতিহাসিক ইসলামী ধর্মসভা অনুষ্ঠিত হয়।
    উপস্থিত ছিলেন প্রধান বক্তা হিসেবে জনাব মাওলানা মোঃ ড: আব্দুল্লাহিল মারুফ সাহেব ক্যানিং তিনি বলেন বর্তমান মুসলিম সমাজে আল্লাহপাকের আদর্শ ভুলে জীবন জীবিকা মোহে শয়তানি প্ররোচনায় সহজ সরল ও নির্দিষ্ট পথ ভুলে যাচ্ছে। বর্তমান মানুষ নেতৃত্বহীন দিশাহীন অবস্থায় পরিগণিত পরিচালিত হচ্ছে। বর্তমানে হিংসা-বিদ্বেষ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকলকে মিলে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে তিনি আরো বলেন আজ দেশের গণতন্ত্র হরণ করা হচ্ছে। বাংলা তথা দেশকে বিভেদ সৃষ্টি করে গেরুয়া করণ ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে সারা ভারত বর্ষ জুড়ে অস্থির পরিবেশ তৈরি হয়েছে। উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক জাকির হোসেন মোল্লা বলেন সারা ভারতব্যাপী জুড়ে তফশিলি জাতি-উপজাতি দলিত আদিবাসী সংখ্যালঘু আজ নির্যাতিত সর্বদিক দিয়ে বঞ্চিত অত্যাচারিত নিপীড়িত সকলে ঐক্যবদ্ধ হয়ে সংবিধান ও গণতন্ত্র বিপন্ন কারীদের বিরুদ্ধে একত্রিত হতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই বাংলা তথা ভারতবর্ষে কাজী নজরুল ইসলামের, রবীন্দ্রনাথ ঠাকুরের, মাওলানা আবুল কালাম আজাদের, নেতাজী সুভাষ চন্দ্রের, এই বাংলা তথা ভারতবর্ষে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। এছাড়া উপস্থিত ছিলেন জনাব মাওলানা সাইফুল আলম সাহেব জলসা কমিটির সভাপতি জনাব মনসুর মল্লিক সম্পাদক রবিউল শেখ কোষাধক্ষ্য হাবিব খা সমগ্র সভাটি পরিচালনা করেন, এছাড়া উপস্থিত ছিলেন গঙ্গাসাগর মসজিদের ইমাম আসলাউদ্দিন সাহেব, সেখ রমজান, শেখ সাইফুল, শেখ আজগার, শেখ হাসান, মুরসালিম শেখ, আফতাব শেখ, মনসুর, শেখ জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।