|
---|
নিজস্ব সংবাদদাতা:- আরবি সন বা বছরের প্রথম মাস মহরম,এই মাসেই সারা বিশ্বব্যাপী মুসলিম ধর্মাবলম্বী মানুষজন পালন করে থাকেন শোকের উৎসব মহরম।
মহরম উৎসব উপলক্ষে যাহাতে উক্ত দিনগুলোতে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য জেলা পুলিশের উদ্যোগে থানায় থানায় চলছে শান্তি বৈঠক।অনুরূপ ভাবে বুধবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং সদাইপুর থানার ব্যবস্থাপনায় বক্রেশ্বর সোনাঝুরির কমিউনিটি হলে স্থানীয় থানা এলাকার সমস্ত মহরম কমিটির সদস্যদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সিউড়ি সদর সার্কেল ইন্সপেক্টর কিশোর সিনহা চৌধুরি, সদাইপুর থানার ওসি মহঃ মিকাইল মিয়া, বিশিষ্ট সমাজসেবী ভোলানাথ মিত্র, রত্নাকর মন্ডল, বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মৌলানা আনিসুর রহমান সহ সদাইপুর থানা এলাকার মহরম কমিটির সদস্যরা। উল্লেখ্য,ইরাকের কারবালা প্রান্তরে মহরম মাসের ১০ তারিখে এজিদের সৈন্যদের হাতে শহীদ হয়েছিলেন ইমাম হোসেন ও তাঁর সঙ্গী সাথীরা। তাই সেই দিনটাকে স্মরণ করে প্রতি বছর ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা মহরম উৎসব পালন করে থাকেন। ইমাম হোসেনদের স্মরণে মুসলিম অধ্যুষিত এলাকায় তাজিয়া,নিশান,মর্শিয়া ইত্যাদি সহকারে শোভাযাত্রা বের হয়। এই মহরম তথা শোভাযাত্রা উপলক্ষে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই উদ্দেশ্যেই বীরভূম জেলা পুলিশ ও সদাইপুর থানার পক্ষ থেকে এই বৈঠকের আয়োজন বলে জানা যায়। এলাকায় শান্তি শৃঙ্খলা, সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয় বৈঠকের মাধ্যমে।