প্রতিবন্ধী দুই যুবকের অক্লান্ত পরিশ্রমে যানজট থেকে মুক্ত পথচারীরা

হাসান লস্কর (বাবলু), কুলতলি : দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলী জামতলা বাজার ব্যস্ততম স্থান যেখানে প্রতিনিয়ত কয়েক হাজার ক্রেতা-বিক্রেতা আসেন বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করার লক্ষ্যে জামতলা বাসস্টপ এ। প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হওয়ার উপক্রম দীর্ঘ দশ বছর যাবৎ দুই প্রতিবন্ধী যুবক বাসুদেব সাফুই ও আবু হোসেন লস্কর অক্লান্ত পরিশ্রম করে প্রাথমিক দায়িত্ব সামলাচ্ছেন মেলেনি তাদের দু’মুঠো অন্ন এবং নিজেদের পারিশ্রমিক হিসেবে দু’পয়সা তবুও মনের জোর এই যুবকদের। এমনই কর্মঠ দুই যুবকের প্রচেষ্টায় যান যট থেকে রেহাই পাচ্ছেন । যেখানে পুলিশ প্রশাসন হিমশিম খায় আর এই যুবকদের অক্লান্ত পরিশ্রমে যানজট থেকে রেহাই পাচ্ছেন কুলতলীর ব্যস্ততম স্থান একদিকে কুলতলী ডঃ বি আর আম্বেদকর কলেজ অপরদিকে কুলতলী থানা তার পাশেই আছে জয়নগর গ্রামীণ হাসপাতাল এবং জামতলা ভগবান চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এ কুলতলী প্রাণকেন্দ্র যেটা জামতলা বাজার অপরদিকে বি এল আর অফিস সহ বিডিও যেখানে প্রতিনিয়ত কয়েক হাজার সরকারি কর্মী আনাগোনা তারপরে সাধারণ মানুষ বিভিন্ন রুজি রোজগারের তাগিদেই সংযোগস্থলে আশা যাওয়া। দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়ার একমাত্র অবলম্বন এই দুই প্রতিবন্ধী মুখে কথা না বললেও ইশারার মাধ্যমে কাজ করেন এরা। এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে তাদের করুণ আর্তনাদ তাদের দিকে একটু তাকান যেভাবে ও তাদের দুমুঠো অন্ন তুলে দেওয়ার মত এই ব্যবস্থা এই প্রত্যাশায় তারা তাকিয়ে।