|
---|
- সাম্প্রতিক কর্ণাটকে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব বিতর্ক প্রসঙ্গে পীরজাদা আব্বাস সিদ্দিকী’র বিবৃতি
নতুন গতি ডেস্ক: পীরজাদা আব্বাস সিদ্দিকীর মতামত, কর্ণাটকের কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরে আসা নিয়ে কয়েকদিন ধরে যেসব ঘটনা ঘটছে, তা সম্পূর্ণ অনভিপ্রেত ও দুর্ভাগ্যজনক বিষয়। আমাদের সংবিধান সবাইকে যে যার ধর্মীয় বিধি মেনে চলার অধিকার দিয়েছে। মৌলিক স্বাধীনতা ও অধিকার সংবিধান দ্বারা প্রতিশ্রুত ও রাষ্ট্রের কর্তব্য তাকে রক্ষা করার। কিন্তু দুঃখের বিষয় খাদ্য-বস্ত্র, যা মানুষের একান্ত নিজস্ব রুচি ও পছন্দের বিষয়, সেখানে হস্তক্ষেপ করা হচ্ছে। একটা সংখ্যাগুরু নৈতিকতা জোর করে চাপানো হচ্ছে। মান্যতা দেওয়া হচ্ছে না সাংবিধানিক নৈতিকতাকে। কিন্তু এর মধ্যেই নিহিত আছে বহু ধর্ম, বহু ভাষাভাষী, বহু সংস্কৃতির সহবস্থান এবং ব্যক্তি ও সম্প্রদায়ের মর্যাদা। হিজাব নিয়ে বিতর্ক বৃহত্তর পরিসরে ইসলামোফবিয়াকে রসদ যোগাচ্ছে। একে প্রতিরোধ করতে হবে। গেরুয়া গুন্ডাবাজীর বিরুদ্ধে ছাত্রীদের অনমনীয় লড়াইকে আমি কুর্নিশ জানাই। এমনিতেই মুসলমান মেয়েদের উচ্চশিক্ষায় উপস্থিতি নগন্য। অহেতুক বিতর্ক তুলে মেয়েদের পড়াশোনায় ব্যাঘাত ঘটানো অনুচিত। আমি ঐ সকল ছাত্রীদের, যাদের মৌলিক অধিকার ক্ষুন্ন করা হচ্ছে, তাদের প্রতি সংহতি জ্ঞাপন করছি।