|
---|
সেক আতিউল্লা (সম্রাট), চন্ডিপুর , পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুর ব্লকের এক অন্যতম স্কুল হলো হাঁসচড়া এম. ডি. হাইস্কুল। দু বছর পরে বিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপন হবে । তার আগে স্কুলের উন্নয়নে কাজে দানের অর্থ ব্যাবহার করেন বলে অর্থ প্রকাশ করেন তিনি।
হাঁসচড়া এম. ডি. হাইস্কুলের প্রাক্তন শিক্ষক মাননীয় #শ্রীপতিচরণ_প্রধান মহাশয়, বর্তমান প্রধান শিক্ষক শ্রীবিধানচন্দ্র ধাড়া মহোদয়ের হাতে বিদ্যালয়ের আসন্ন শতবর্ষ কে সামনে রেখে বিদ্যালয়ের উন্নতিকল্পে ২ লক্ষ টাকার চেক তুলে দিলেন আজ।