|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: বর্তমানে করোনা মহামারীর মধ্যে করোনা ভ্যাকসিনের আকাল থাকলেও পুরাতন মালদা ব্লকে ধরা পড়লে অন্য চিত্র।বিগত ৬ দিন ধরে প্রায় দিনে ৩০০ জন করে জনসাধারণকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হচ্ছে এর ফলে পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সামনে অর্থাৎ ব্লক চত্বরে বিভিন্ন অঞ্চল থেকে জনসাধারণের এখানে এসে ভিড় করছে কারণ গোটা মালদা জেলা জুড়ে ভ্যাকসিনের আকাল চলছে কিন্তু পুরাতন মালদার এই পঞ্চায়েত সমিতির সামনে ভ্যাকসিনের ক্যাম্প করায় দূর-দূরান্ত থেকে জনসাধারণ ছুটে আসছে তবে এই ভ্যাকসিন ক্যাম্পের উদ্যোক্তা তথা পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হারেজ আলী জানান যে, আমরা মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং আবেদন জানিয়েছিলেন যে পুরাতন মালদা ব্লক এলাকায় যারা বেশি জনসংযোগ সংস্পর্শে আসে তাদের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করা হয় সে কথা মাথায় রেখে মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক আমাদের কথায় সাড়া দিয়ে এখানে বিভিন্ন ধরনের পেট্রলপাম্প কর্মী ,বিভিন্ন দোকানদার সহ অন্যান্য জনসাধারণকে ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে এবং প্রতিদিন কমপক্ষে ৩০০ জনসাধারণকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এই ভ্যাকসিন ক্যাম্পে ভ্যাকসিন নিতে আসা ভাবুকের এক ব্যক্তি কাজল দাস জানান যে এই মহামারী সময় আমরা যে সুষ্ঠুভাবে ভ্যাকসিন পাচ্ছি এটা আমাদের কাছে অভাবনীয় এবং এর জন্য বর্তমান সরকার এবং পুরাতন মালদা পঞ্চায়েত সমিতি কে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।