ঝরের দাপটে মৃত্য এক শ্রমীকের

নতুন গতি, মালদা গাজল: হঠাৎ ওঠে ঝর তার জেরে আহত রতুয়ার লক্ষীপুরে। সাবিনা বিবির পরিবারের তরফে জানা যায় ঝড় ও বৃষ্টি আসছে দেখে বাইরে রাখা জিনিস ঘরে তুলতে গিয়ে ঝরে দপটে ভেঙে পরে আমগাছের ডাল তার জেরে জখম হয় ওই গৃহবধু।

    মালদার গাজোলে ৩৪ নম্বর জাতীয় সড়কে ঝরের তান্ডবে পরে ২০ জন শ্রমিক তারা রায়গঞ্জ থেকে ধান কেটে কাজ শেষ করে খোলা ট্রাকের উপরে বসে বাড়ি ফিরছিলেন। সে সময় গভীর রাতে ঝড়ের কবলে পড়ে তারা এবং সেই ঝরে মৃত্যু হয় এক শ্রমিকের। গুরুতর জখম আরও দুই জন। ঝড়ের দাপটে পথে টিনের চালা উড়ে এসে পরে তাদের উপরে গুরুতর আঘাত পান তিনজন শ্রমিক। তার মধ্যে মৃত্যু হল এক জনের। জখম হয় আরও দুই। ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর। মৃত শ্রমিকের নাম অসিত মন্ডল(৩০)। জখম দু জনের নাম মিঠুন মন্ডল(২০) ও জন্মজয় মন্ডল(৩০)। বাড়ি বৈষ্ণবনগর থানার বেদরাবাদ এলাকয়। তাদের চিকিৎসা মালদা মেডিকেল কলেজ হসপিটালে চলছে৷