অধিক মাত্রায় ভূগর্ভস্থ জল তোলায় সমস্যায় পড়েছেন সুন্দরবন লাগোয়া বিভিন্ন এলাকার মানুষ জন

অধিক মাত্রায় ভূগর্ভস্থ জল তোলায় সমস্যায় পড়েছেন সুন্দরবন লাগোয়া বিভিন্ন এলাকার মানুষ জন

     

     

     

     

     

     

    বাবলু হাসান লস্কর, দঃ চব্বিশ পরগনা : দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় অনেকটা নিচে নেমে গেছে সুন্দরবন লাগোয়া বিভিন্ন এলাকার জলস্তর । এরই ফল সরূপ টিউবওয়েল গুলিতে পরিমান মত জল উঠছে না । দীর্ঘ সময় ধরে টিউবওয়েলের হাতলে চাপ দিয়ে ও জল মিলছে না । আর তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এলাকায় গ্রামবাসী। অধিকমাত্রায় ভূগর্ভস্থ জল তোলার জলস্তর নামতে নামতে একেবারে তলানিতে ঠেকেছে । আরো কয়েক বছর এমনি কাটলে সুন্দরবন এলাকায় মিলবে না প্ররিশ্রুত পানিয় জল । বিভিন্ন সেচ্ছা সেবি সংগঠন ও তথ্য সম্প্রচার দপ্তর সুন্দরবন এলাকার বিভিন্ন প্রান্তে সচেতনতা বৃদ্ধির লক্ষে অনেক ক্যাম্প অনুষ্ঠিত হলেও এই মুহূর্তে জলের অপচয় বন্ধ করা যায় নি । বিভিন্ন রাজনৈতিক দলগুলি তারা নিজেদের কে এই মহৎ উদ্যোগে সামিল হলে আগামী প্রজন্মকে বাঁচাতে পারবে। এই আশায় প্রহর গুনছেন সমাজ কর্মীরা। পশ্চিমবঙ্গে জলধরো জলভরো প্রকল্প বাস্তবায়িত হলে ও এই মুহূর্তের সমস্যা এক বালতি জল ভরতে সময় লাগছে ১০ থেকে ১৫ মিনিট আরো কিছুদিন বৃষ্টি না হলে আরো জলস্তর নামবে। খাল ও বিলের জল ঠিকমতো ব্যবহার না হওয়ায় ভূগর্ভস্থ জল তোলার হিড়িক পড়েছে।