|
---|
অধিক মাত্রায় ভূগর্ভস্থ জল তোলায় সমস্যায় পড়েছেন সুন্দরবন লাগোয়া বিভিন্ন এলাকার মানুষ জন
বাবলু হাসান লস্কর, দঃ চব্বিশ পরগনা : দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় অনেকটা নিচে নেমে গেছে সুন্দরবন লাগোয়া বিভিন্ন এলাকার জলস্তর । এরই ফল সরূপ টিউবওয়েল গুলিতে পরিমান মত জল উঠছে না । দীর্ঘ সময় ধরে টিউবওয়েলের হাতলে চাপ দিয়ে ও জল মিলছে না । আর তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এলাকায় গ্রামবাসী। অধিকমাত্রায় ভূগর্ভস্থ জল তোলার জলস্তর নামতে নামতে একেবারে তলানিতে ঠেকেছে । আরো কয়েক বছর এমনি কাটলে সুন্দরবন এলাকায় মিলবে না প্ররিশ্রুত পানিয় জল । বিভিন্ন সেচ্ছা সেবি সংগঠন ও তথ্য সম্প্রচার দপ্তর সুন্দরবন এলাকার বিভিন্ন প্রান্তে সচেতনতা বৃদ্ধির লক্ষে অনেক ক্যাম্প অনুষ্ঠিত হলেও এই মুহূর্তে জলের অপচয় বন্ধ করা যায় নি । বিভিন্ন রাজনৈতিক দলগুলি তারা নিজেদের কে এই মহৎ উদ্যোগে সামিল হলে আগামী প্রজন্মকে বাঁচাতে পারবে। এই আশায় প্রহর গুনছেন সমাজ কর্মীরা। পশ্চিমবঙ্গে জলধরো জলভরো প্রকল্প বাস্তবায়িত হলে ও এই মুহূর্তের সমস্যা এক বালতি জল ভরতে সময় লাগছে ১০ থেকে ১৫ মিনিট আরো কিছুদিন বৃষ্টি না হলে আরো জলস্তর নামবে। খাল ও বিলের জল ঠিকমতো ব্যবহার না হওয়ায় ভূগর্ভস্থ জল তোলার হিড়িক পড়েছে।