|
---|
রাসনাউল আলম, বুনিয়াদপুর: সারা জীবন শিক্ষকতায় যিনি ছাত্র দের কাছে আদর্শ হয়ে থেকেছেন, জনসেবায় যিনি মানুষের কাছে আদর্শ থেকেছেন, সংগঠক হিসেবে যিনি জনপ্রতিনিধিদের কাছে মডেল হয়ে থেকেছেন।
এরকম এক সংগঠক ও দক্ষ প্রশাসকে জেলা তৃণমূল কংগ্রেস সংগঠনের দায়িত্ব দেওয়ায় দক্ষিণ দিনাজপুর জেলায় শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের জোয়ার বইছে ।
দীর্ঘ 15 বছর শিক্ষক সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করে, এবার তৃণমূল কংগ্রেসের জেলাপ্রেসিডেন্ট পদে মনোনীত হয়েছেন ।নিখিল কুমার রায় তিনি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মনোনীত হয়েছেন ।
আজ দক্ষিণ দিনাজপুরের গোপালগঞ্জে ঘরোয়া অনুষ্ঠানে কোভিড স্বাস্থ্যবিধি মেনে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয় ।তাতে কুশমন্ডি ব্লক এবং দক্ষিণ দিনাজপুর এর অন্যান্য ব্লক থেকে বিভিন্ন শিক্ষকসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । জেলা মাদ্রাসা শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সমস্ত শিক্ষক নেতৃত্ব ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । জেলার শিক্ষার ধারা বজায় রাখতে ,ছাত্র ছাত্রী অধিকারকে অগ্রাধিকার দিয়ে আগামী দিনে শিক্ষা কে বাঁচানোর অঙ্গীকার নিয়ে আজকের আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।