বিভিন্ন স্থানে আটকিয়ে পড়া শ্রমিক ও পড়ুয়া দের সর্ত সাপেক্ষ ঘরে ফিয়ার ছাড় দিলেন কেন্দ্র সরকার

বিভিন্ন স্থানে আটকিয়ে পড়া শ্রমিক ও পড়ুয়া দের সর্ত সাপেক্ষ ঘরে ফিয়ার ছাড় দিলেন কেন্দ্র সরকার

    নতুন গতি ওয়েব ডেস্ক: দ্বিতীয় দফার লক ডাউন প্রায় শেষের দিকে সেই সময় কেন্দ্র সরকার এক বিবৃতি দিয়ে জানান লে যে ,পরীক্ষা নিরীক্ষা করে দেখার পর যদি কোনো করোনা ভাইরাস উপসর্গ না থাকে তাহলে তাদের বাড়ি ফিরত পাঠানো হবে।

    দেশে করোনা আক্রান্ত রুখতে কেন্দ্র ও রাজ্য সরকার মিলে লক ডাউন করেন,আর সেই কারণে যে যেখানে ছিল সেই সেখানে থেকে যান,তখন কেন্দ্র ও রাজ্য সরকার মিলে প্রায় জাগায় খাবারের সুব্যবস্থা করে।কিন্তু পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফীরার জন্য রাস্তায় নেমে আন্দোলন শুরু করে দিয়েছে,বিভিন্ন রাজ্যে।তাই তাদের কে ঘরে ফিরানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রক এদিন এক ছাড় পত্র দেন।
    যদি আটকিয়ে থাকা মানুষ দের নিয়ে যাবার বিষয়ে সব দায়িত্ব রাজ্য সরকারের বা নিজ নিজ রাজ্যর।