ভারতে অপরিশোধিত তেলের দাম ৩১ শতাংশ কমে গেলো

ভারতে অপরিশোধিত তেলের দাম ৩১ শতাংশ কমে গেলো

    নতুন গতি, ওয়েব ডেস্ক: ২০১৯ সালের জুলাই মাসের পর এই প্রথম এক লাফে ৩১ শতাংশ কমে গেলো। এই প্রথম ভারতের কোথাও কোথাও ৭১টাকা প্রতিলিটার পেট্রোল,ও ডিজেল দাম ৬৩.২৫।কলকাতায় পেট্রোলের দাম হলো ৭৩.২৮ প্রতিলিটারে। আর ডিজেলের দাম হয় ৬৫.৫৯ প্রটিলিটারে।
    তেলের দাম কমার কারণ হিসেবে জানা যাচ্ছে যে বিভিন্ন দেশে করোনা ভাইরাস কারণে তেল আমদানি করতে পারছেন না।কিন্তু উৎপাদন বেড়ে চলেছে।তাই এমনটা বলে জানা যায়।অন্য দিকে সৌদি আরব তেলের দাম কমিয়েছে গত সপ্তায়,সেই কারণও হতে পারে বলে মনে করছেন।