|
---|
খান আরশাদ, বীরভূম: সারা দেশের সাথে এরাজ্যেও পেট্রোপণ্যের মুল্য বৃদ্ধি হয়েছে। পেট্রোপণ্যের এই মূল্য বৃদ্ধির জনজীবনে এর প্রভাব পড়েছে। সমস্যার সম্মুখীন হতে হয়েছে সাধারণ মানুষকে। এরই প্রতিবাদে বীরভূমের রাজনগর ব্লকের চন্দ্রপুরে একটি প্রতিবাদ মিছিল করে চন্দ্রপুর অঞ্চলের তৃনমূল কর্মী সমর্থকরা। সেই সাথে আবির খেলে লোকসভা ভোটে তৃনমূলের জয়ে উচ্ছাসে মেতে ওঠেন তৃনমূল কর্মী সমর্থকরা। মঙ্গলবার তৃনমূলের চেয়ারপার্সন সুকুমার সাধুর নেতৃত্বে রাজনগর ব্লকের চন্দ্রপুরে এই মিছিলে সুকুমার সাধু ছাড়াও অংশ নেন সৌমিত্র সিংহ, মন্টু বাগদি, গৌতম সাহা, বামাপদ ঘোষ, প্রানতোষ ওঝা সহ অন্যান্যরা।