|
---|
আব্দুস সামাদ, নতুন গতি, জঙ্গিপুর: দেশের স্বার্থে পপুলার ফ্রন্টের সঙ্গে এই শিরোনামে সুতির কাসিমনগর মোড়ে পপুলার ফ্রন্টের ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আজ পথসভা। আগামী 17ই ফেবুয়ারী পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (PFI) এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বেশ কিছু এজেন্ডা হাতে নিয়েছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। তারই অংশ হিসেবে শুরু হয়েছে মিছিল,জনসভা,ইউনিটি মার্চ।
পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া অন্যতম দায়িত্বশীল আব্দুর রাকিম মহাশয় বলেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া একটি সামাজিক ও আদর্শবান সংগঠন, এবং এই সংগঠন বঞ্চিত জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়াও উপস্থিত সংগঠনের অন্যতম দায়িত্বশীল অনুয়ার সাদাত আজকের পথসভায় বলেন সাম্প্রদায়িক ফ্যাসিবাদ দেশের জন্য একটি বড়ো হুমকি হয়ে উঠছে। এছাড়া তিনি বলেন ছাত্রনেতা,সাংবাদিক,সুশীল সমাজ কর্মী, মুসলিম সংগঠন ও অনন্য নেতাদের এখন যেভাবে নিশানা বানানো হচ্ছে তা থেকে স্পষ্ট হচ্চে যে আরএসএস কাউকেই ছাড়বে না। তাই আমাদের সংগঠনের পক্ষথেকে নির্ভিক আওয়াজ দিতে চাই,আমাদের আন্দোলন সাংবিধান বাঁচানোর আন্দোলন,আমাদের আন্দোলন মজলুম মানুষের হয়ে আন্দোলন। তাই তিনি সকলকে সংগঠনে আহব্বান জানান। এছাড়াও স্থানীয় অন্যান্য দায়িত্বশীল সহ (PFI)এর সদস্যরা উপস্থিত ছিলেন। আজকের পথ সভায় জনসাধারণ উপস্থিত ছিলো চোখে পড়ার মতো। এবং পরিশেষে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার অন্যতম দায়িত্বশীল বলেন ফ্যাসিস্ট শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলন জারি রাখতে সদা প্রস্তুত প্রহরী হিসাবে আমরা আছি।