মালদার হরিশ্চন্দ্রপুরে আক্রান্ত পরিবারের সাথে সাক্ষাৎ করে PFI এর সদস্যরা এবং তারা দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান

আলম সেখ, নতুন গতি: বিজেপি শাসিত রাজ্য গুলো থেকে সাম্প্রদায়িক ঘটনা ছড়িয়ে পড়ছে সামগ্র দেশ জুড়ে। ক্ষমতা দখল করার জন্য তারা প্রকাশ্যে বলে দিচ্ছে যে হিংসা লাগিয়েয় ক্ষমতা দখল করবো। যদিও বাংলায় বিজেপি সরকারে নেই তার পরও দিনের পর দিন এই সাম্প্রদায়িক শক্তি বড় আকার ধারণ করে নিচ্ছে। ২১ তারিখ রবিবার মালদার হরিশচন্দ্রপুরে এক মুসলিম পরিবার হিন্দু এলাকায় তাদের নিঃস্ব জমিতে বাড়ি করার সিদ্ধান্ত নিলে তাদের উপর উগ্র হিন্দুত্তবাদিদের আক্রমণ হয়।

    ধারালো অস্ত্র দিয়ে হামলা হয় পুরো পরিবারের উপর এমন কি একজন মহিলার উপরে ছুরি দিয়ে আঘাত করা হয়। শান্তিপূর্ণ বাংলায় এই রকম সাম্প্রদায়িক ঘটনার বিরুদ্ধে সরকারের কাছে দাবি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার। যেদিন সেই পরিবার উপর হামলা হয় তার পরের দিন অর্থাৎ ২২ তারিখ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মালদাহ সাব ডিভিশনের কালিয়াচক এরিয়া সভাপতি, এরিয়া সেক্রেটারি ও মেম্বার সকল আক্রান্ত পরিবারের সাথে সাক্ষাত করতে যান।

    দিনের পর দিন বাংলায় যেই ভাবে একটা ভয়াবহ পরিস্থিতি  আনতে চাইছে এই সাম্প্রদায়িক শক্তি এর বিরুদ্ধে একটি বিবৃতি দেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি হাসিবুল ইসলাম ।তিনি তার বিবৃতিতে বলেন সভ্য সমাজে প্রকাশ্য দিবালোকে তরবারী দিয়ে আক্রমণ করাকে কোন মতেই ছোট ঘটনা ভাবা ঠিক হবে না। ওই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে।

    পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা হুমকি দিচ্ছে যে, তারা অশান্তি সৃষ্টি করেই রাজনীতি করবে। এই কথা বলার পরে পরেই এই ধরনের ঘটনা ঘটে যাওয়া থেকে স্পষ্ট হচ্ছে যে, এই ঘটনা কোন হঠাৎ করে ঘটে যাওয়া বিষয় নয়। পশ্চিমবঙ্গের বাতাবরণকে সম্পূর্ণরূপে সাম্প্রদায়িক করার মাধ্যমে রাজনৈতিক ফায়দা উঠানোর জন্যই এই ধরণের ঘটনা ঘটছে। তাই সকল সচেতন ও সুশীল সমাজের নিকট তিনি আহ্বান করেন যে, সকলের দায়িত্ব এই ধরণের ঘটনাকে রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলা।