|
---|
নতুন গতি ওয়েব ডেস্কঃ বেঙ্গালুরু-ভিত্তিক ডিজিটাল পেমেন্ট এবং আর্থিক পরিষেবা সংস্থা ফোনপে (Phonepe) এক বিলিয়ন লেনদেন (transaction) অতিক্রমকারী প্রথম সংস্থা হয়ে উঠেছে। সংস্থাটি এই কীর্তি অর্জন করলো , যখন তার প্ল্যাটফর্মে মোট লেনদেন প্রায় ১.৩ বিলিয়ন হয়ে গিয়েছিল। লেনদেনগুলি 2020 সালের ডিসেম্বর মাসে 902.03 মিলিয়ন থেকে ফেব্রুয়ারী 2021 সালে 975.53 মিলিয়ন হয়ে দাঁড়িয়েছে।
বেঙ্গালুরু-ভিত্তিক সংস্থার এক মুখপাত্র বলেছেন , ফোনপেই তার প্ল্যাটফর্মে সর্বমোট ১.৩ বিলিয়ন লেনদেন হয়েছে, গত মাসে ওয়ালেট, কার্ডের পাশাপাশি ইউপিআইয়ের প্রদানের অফার জুড়ে।
উল্লেখ্য, ফোনপের (PhonePe) সিইও সমীর নিগম এবং ফোনপের (PhonePe) সদর দফতর কর্ণাটকের বেঙ্গালুরু।