|
---|
নিজস্ব প্রতিনিধি : বিজেপি কর্মী দ্বারা পরিচালিত দুর্গা পুজোতে অসুরের গলায় মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি লাগানোর তীব্র প্রতিবাদ জানালেন হাওড়া জেলার উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি। তিনি বলেন বিজেপির কিছু কমী’রা এত নীচে নেমে গেছে তারা মাকেও মর্যাদা দিতে জানে না মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বাংলার মানুষেরা মায়ের চোখে দেখে। অথচ উক্ত বর্বর বিজেপি কমী’রা বাংলার মাকে অপমান করে মা দূর্গাকে অপমান করেছে। প্রাক্তন সাংসদ তথা বত’মান বিধায়ক ইদ্রিশ আলি বলেন এখন দূগাপুজার উৎসবে মেতে উঠেছে সকলে তাই এই উৎসবের মাঝে আমরা কিছু অশান্তি করব না, তিনি বলেন উক্ত পুজো কমিটির কতা’রা তিনদিনের মধ্যে যদি এই অন্যায় কাজ করার জন্য ক্ষমা না চান তাহলে,পুজোর পরে তাদের মজা দেখাব। এমন মজা দেখাব যাতে তারা সারাজীবন মনে রাখবে। যে হাত দিয়ে ঐ নোংরা কাজ হয়েছে সাধারণ মানুষ সেই হাতটাও কেটে নেবে।