|
---|
পারিজাত মোল্লা : ‘ফটোফুনিয়া’র ষষ্ঠ আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে কলকাতার আইসিসিআর এর বেঙ্গল গ্যালারিতে। গত ২৫ ডিসেম্বর বড়দিনের সন্ধ্যায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত তথা বিশিষ্ট আলোকচিত্রী অনুপম হালদার, ‘লাইট রিডিং ফটোগ্রাফি’-র প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ট আলোকচিত্রী ও প্রদর্শনীর বিচারক সন্তু অধিকারী ও অভিনেতা ঋদ্ধি সেন।
ফটোফুনিয়া-র দুই শীর্ষ ব্যক্তিত্ব সুব্রত রায়চৌধুরী ও জয়ন্তী সরকার জানিয়েছেন, প্রদর্শনীতে প্রকৃতি, বন্য জীবন, পাখি, দৈনন্দিন জীবনযাত্রা, ভ্রমণ প্রভৃতি আটটি বিভাগে দেশ বিদেশের ১০৮ জন আলোকচিত্রীর ৩০৫ টা আলোকচিত্র প্রদর্শিত হয়েছে।
আলোকচিত্রী অনুপম হালদার বলেন, “ভিন্ন ভিন্ন জায়গায় থেকেও কিছু মানুষ একত্রিত হয়েছেন শুধুমাত্র ফটোগ্রাফিকে ভালোবেসে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য। এটা খুবই আনন্দের বিষয়।”
অভিনেতা ঋদ্ধি সেন বলেন, “একটা উন্নতমানের ক্যামেরা বা মোবাইল থাকলেই ভালো ছবি তোলা যায় না। এর জন্য বিশেষ দৃষ্টিভঙ্গির প্রয়োজন। আলোকচিত্র প্রদর্শনীতে সেই বিশেষ দৃষ্টিভঙ্গির প্রকাশ দেখা যায়।”
আলোকচিত্রী এবং আলোকচিত্র পরামর্শদাতা ও বিচারক সন্তু অধিকারী বলেন, সোস্যাল মিডিয়া গ্ৰুপের এই রকম একটা বড় প্রদর্শনী সত্যি প্রশংসনীয়। সবচেয়ে বড় কথা এখানে মোবাইলে তোলা ছবিও প্রদর্শিত হয়েছে অর্থাৎ পেশাদার এবং শখের আলোকচিত্রী উভয়েই এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন।
দু’দিনের এই প্রদর্শনী চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। দর্শকরা দুপুর ৩ টে থেকে রাত ৮ টা পর্যন্ত প্রদর্শনী ঘুরে দেখতে পারবেন।