|
---|
উজির আলী, মালদা: সকলকে ছেড়ে চলে গেলেন প্রিয় চিত্র সাংবাদিক মিসবাহ-উল-হক। মঙ্গলবার রাত দুটো নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মাঝ বয়সি এই চিত্র সাংবাদিক মিসবাহ-উল-হক। প্রায় এক যুগ ধরে সাংবাদিকতার পেশার সাথে যুক্ত ছিলেন তিনি। বর্তমান পত্রিকা ছাড়াও দেশ বিদেশের অনেক পত্র পত্রিকাই নিয়মিত তার তোলা ছবি প্রকাশ হত। মিসবাহ-উল-হকের এই অকাল প্রয়াণে মর্মাহত মালদা জেলার সাংবাদিকরা।
জেলার সাংবাদিকরা থেকে বিভিন্ন সরকারি দপ্তরে আধিকারিকরা জানান, ছবি তোলার দক্ষতা ছাড়াও ওনার অনেক বিষয়ে দক্ষতা ছিলো।লিখতেন ও ভালো। বুধবার দুপুর ১ টা নাগাদ মিরচকে তাকে শেষ শ্রদ্ধা জানানানো হয়। তার আগে সকাল ১১ টা নাগাদ মালদা জেলার প্রশাসনিক ভবনের সামনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে জেলার সমস্ত সাংবাদিক তাকে শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর আত্মার শান্তি কামনা করেন সকল সাংবাদিক। এদিকে তার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে মালদা জেলা সাংবাদিক মহলে।