|
---|
করোনা আক্রান্ত শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসক
নিজস্ব প্রতিনিধি, নতুন গতি : কলকাতার বরানগর থেকে আসা ইএনটি চিকিৎসক নিয়মিত পরিষেবা দিয়ে চলেছেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। টানা এক সপ্তাহ ডিউটি করার পর চলতি মাসের আট তারিখ থেকেই তার শারীরিক কিছু অসুবিধার জন্য গত ১১ তারিখ লালা রস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয় শান্তিপুর হাসপাতালে। গতকাল রাতে তার রিপোর্ট আসে পজেটিভ। সূত্রে জানা যায় সমস্ত হাসপাতাল সানিটাইজ না করা পর্যন্ত স্বাস্থ্য দপ্তর এবং এসডিওর নির্দেশেই গতকাল রাত থেকেই কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেয়া হয় শান্তিপুর হাসপাতালের প্রধানগেট সহ একাধিক বিভাগের দরজা। জানা যায় সম্পূর্ণভাবে শান্তিপুর হাসপাতাল সানিটাইজ করার পর এবং ওই ডাক্তার বাবুর সান্নিধ্যে আসা ডাক্তার স্বাস্থ্যকর্মী এবং রুগীদের নামের তালিকা প্রস্তুত করার পর তবেই চালু হবে সমস্ত পরিষেবা। রাতেই অত্যন্ত বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ রুগীদের জেলা হাসপাতাল এবং মহকুমা হাসপাতালে স্থানান্তর করে এবং আংশিক সুস্থদের নিজে বাড়িতে নিয়ম মেনেই থাকার অনুরোধ করা হয়। আজ সকাল থেকে অস্থায়ীভাবে মূল গেটের সামনে বসে এমার্জেন্সি রুগী দেখার ব্যবস্থা, সুপারেন্টেন্ড জয়ন্ত বিশ্বাস জানান দুশ্চিন্তার কোনো কারণ নেই, মূল গেটের সামনে সারাক্ষনের জন্য দুজন চিকিৎসক ডিউটি করছেন। তবে তুমি চা করতে আসা বা ভর্তি থাকার ক্ষেত্রে আমাদের দিক থেকে কোন নির্দেশ নেই তারা নিজেরাই ছুটি নিয়ে চলে যাচ্ছে। ওই ডাক্তারবাবুর সংস্পর্শে থাকা ছজন এমনকি আমিও হোম কোয়ারেন্টাইনএ রয়েছি। আজ সকাল ১১ টার পর সম্পূর্ণভাবে হাসপাতাল সানিটাইজ করার পর আবার স্বাভাবিক হয়ে উঠবে হাসপাতাল।