পিছিয়ে পড়া শিশু পড়ুয়াদের নিয়ে শিশু দিবস উদযাপন

সংবাদদাতা : ১৪ই নভেম্বর স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিনটিকে ‘শিশু দিবস’ হিসেবে পালন করি। আর এই দিনটিকে কেন্দ্র করে মুর্শিদাবাদের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মোগলপাড়া প্রাইমারি বিদ্যালয়ে আদিবাসী শিশু ও পিছিয়ে পড়া পড়ুয়াদের নিয়ে প্রথমেই বৃক্ষ রোপন করে অনুষ্ঠিত হলো শিশু দিবস পালন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোগলপাড়া প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব মন্ডল, বিশিষ্ট নাট্যবিদ রবিন দত্ত, শিক্ষক শচীন পাল,দীপক ঘোষ, মধুমিতা সরকার, রক্তযোদ্ধা সঞ্জীব দাস, তরণী মন্ডল সহ বিশিষ্টগণেরা। উক্ত অনুষ্ঠানটি ছিল চোখে পড়ার মত। এদিন উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের হাতে পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হয়। স্কুল ব্যাগ, খাতা, কলম, রুল, রাবার , জ্যামিতিবক্স , জলের বোতল, চকলেটের পাশাপাশি শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে তুলে দেওয়া হয় একটি করে চারাগাছ। ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস বলেন ” আজকের শিশুরাই আগামীদিনের ভবিষ্যত আর এই ভবিষ্যত প্রজন্মকে মজবুত করতে শুধু আজকেই নয় বিগত পাঁচ বছর ধরে এরকম সামাজিক কর্মসূচি করার চেষ্টা করে চলেছি আমরা পাশাপাশি সুস্থ পরিবেশ গড়তে আমরা আজকে প্রতিটি শিশুদের একটি করে চারাগাছ উপহার দিলাম।” মোগলপাড়া প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব মন্ডল মহাশয় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।