|
---|
মালদা, ২৪ নভেম্বর: পিকআপ ভ্যানের পিছনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত হলেন 6 জন। ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাতে পুরাতন মালদা থানার নারায়নপুর এলাকায় ।পরিবার সূত্রে জানা যায় এ দিন ভোরে গাজোল গ্রামীণ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স করে এক রোগীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় দাঁড় করানো একটি পিকআপ ভ্যানের পিছনে অ্যাম্বুলেন্সটি ধাক্কা মারে। দুর্ঘটনায় আহত হন রোগীসহ 6 জন।
পুলিশের তৎপরতায় তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। বর্তমানে তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আহতরা হলেন রোগী অনিতা সরকার, বয়স ২১। বাকিরা হলেন কল্যাণী চৌধুরী, সুমিত্রা সরকার ,সুশান্ত সরকার, কানাই সরকার, সিমা সরকার। তাদের বাড়ি গাজোল থানার রশিদপুর এলাকায়। পুরাতন মালদা থানার পুলিশ এসে অ্যাম্বুলেন্সটিকে আটক করে নিয়ে যায়।