|
---|
নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, কেশপুর: পৃথিবী থেকে চির বিদায় নিলেন কেশপুর এলাকার বিশিষ্ট পীর মোহাম্মদ ইসরাইল চিশতি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। বাড়ি কেশপুরের উচাহার গ্রামে।বয়সের ভারে ইন্তেকাল করেছে বলে জানা গেছে। উনি রেখে গেলেন ৩পুত্র ও ৪ কন্যা কে। উনার জানাজার নামাজে পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন এলাকার কয়েক হাজার মুরিদ অংশগ্রহণ করেছিলেন। উপস্থিত মুরিদরা উনার বেহেস্তকামনা করেছেন।