|
---|
আজহারউদ্দিন : রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী বঙ্গ ধ্বনি যাত্রা হুগলির খানাকুল বিধানসভা জুড়ে বিভিন্ন এলাকায় সরকারি রিপোর্ট কার্ড ও উন্নয়নের খতিয়ান তুলে ধরেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুন্সি নজিবুল করিম। এদিন খানাকুল ১নং ব্লক কিশোরপুর শিবতলা এলাকার সঞ্জিত বটব্যাল এর অনাথ পুত্র বিশ্বজিত বটব্যাল ও সৌরজিৎ বটব্যাল পিতৃহারা দুই সন্তানের পড়াশুনা ও পারিবারিক দায়িত্ব নিজে নিলেন ও সঙ্গে সঙ্গে আর্থিক সহায়তা প্রদান করেন তাঁর এই মানবিক ব্যবহারে সকলেই খুশি, পাশাপাশি পরিবারের সদস্যাকে সরকারি সাহায্য সহযোগিতা করার ও আশ্বাস দেন। তিনি বলেন রাজ্য মুখমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ অনুযায়ী দুয়ারে সরকার হাজির সাধারণ মানুষ এর সুবিধা যেন পায, সরকারের দশ বছরের কি কি কাজ হযেছে তাঁর তথ্য তুলে ধরে ও বক্তব্য রাখেন,এছাড়া ও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আলী হোসেন, ব্লক সভাপতি ইলিয়াস চৌধুরী, পঞ্চায়েত সদস্য আজিজুল আলি মল্লিক, তৃণমূল নেতৃত্ব কর্মীবৃনদ ।মুন্সী নজিবুল করিম বলেন পিতৃহারা সন্তানদের পাশে থাকার দায়িত্ব এবং কর্তব্যবোধ বলে মনে করি সারা বছর মেধাবী ছাত্র ছাত্রী দের আর্থিক সাহায্য, বিবাহ, গরীব দুঃস্থ মানুষের মধ্যে সাধ্যমত মানুষের পাশে থাকার চেষ্টা করছি মহান স্রষ্টার দরবারে এই কাজ গৃহীত হবে।