পিতৃহারা এতিম চার পড়ুয়ার দায়িত্ব পালনের অঙ্গীকার মানবতার

বাবুল হাসান লস্কর বকুলতলা : দক্ষিণ চব্বিশ পরগনার সংখ্যালঘু অধ্যুষিত প্রত্যন্ত এলাকা বকুলতলা। এখানকার এতিম চার পড়ুয়ার দায়িত্ব ভার নিজেদের কাঁধে তুলে নিলেন এই জেলার স্বেচ্ছাসেবী সংগঠনের মানবতা। বেশ কয়েক বছর আগে মারণ ব্যাধি তাদের বাবা কে তাদের থেকে কেড়ে নিয়েছে। পরিচারিকার কাজের রোজগারে তাদের চলছিল সংসার,এমনই পরিবারের চার সন্তানদের নিয়ে মা যঘন হিমশিম খাচ্ছিলো- আর তাদের সামনে দেবদূতের মত আবির্ভূত হলো মানবতা নামক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার জুলফিকার আলী পিয়াদা। তিনি ওই এলাকায় একটি সমাজসেবা মূলক অনুষ্ঠানে গিয়েছিলেন ।সেখানে গিয়ে এমনই পরিবারের কথা জানতে পান। বিলম্ব না করে সেই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন । পরে তিনি সিদ্ধান্ত নিতে বিলম্ব করেননি।পিতৃহীন তিন কন্যা ও পুত্রের আগামী দিনে সুশিক্ষায় শিক্ষিত করা ও তাদের পড়াশোনা করতে কোন রুপ প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় তাদের সমূহ দায়িত্ব পালনের অঙ্গীকার গ্ৰহণ করলেন স্বেচ্ছাসেবী সংগঠন এই মানবতা।শূধু শুধু এতেই ক্ষান্ত থাকেননি জুলফিকার বাবু রায়দিঘি থানার চৌদ্দরশী রহমাতিয়া- আবাসিক বালিকা মাদ্রাসার ছাত্রীরা এই শীতে অনাথ ও এতিম শিশুরা পড়াশোনা করে, তাদের শীত বস্ত্র ঠিকমত না থাকায় সমস্যা হচ্ছিল ।তাদের জন্য তিনি তুলে দিলেন চল্লিশ টি শীতবস্ত্র উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতা’র সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা, সদস্য ডা: মুজাহিদুল ইসলাম, গ্রামীণ চিকিৎসক আসরাফুল সরদার, অরভিনা পারভিন,বাবুসোনা মোল্লা সহ একাধিক সমাজসেবক।