শারীরিক প্রতিবন্ধকতাকে তুরি মেরে উড়িয়ে জীবন যুদ্ধে সফল পিয়াসা হালদার

নিজস্ব সংবাদদাতা:  শারীরিক বৃদ্ধি কোমর পর্যন্ত, পা নেই বললেই চলে, প্রতি পদক্ষেপে প্রতিবন্ধকতা। নিজের ইচ্ছা মত হাঁটাচলা করা সম্ভব নয়, এতগুলি প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও জীবন যুদ্ধে সফল শান্তিপুরের পিয়াসা হালদার। প্রতিবন্ধকতাকে টুরি মেরে উড়িয়ে এবারে net পরীক্ষায় ৯৯.৩১ শতাংশ নম্বর পেয়েছে। নিজের মেধা আর অদম্য মনের জোরকে সঙ্গী করে জীবন যুদ্ধে জয়ী হয়েছে সে। আর এ কথা সে প্রমাণ করে দিয়েছে মানুষের ইচ্ছা থাকলে সব করা যায়। যেকোনো প্রতিবন্ধকতাকে হারিয়ে দিয়ে জীবন যুদ্ধে জয়ী হওয়া সম্ভব।

     

    সে যে প্রাপ্ত নম্বর পেয়েছে অনায়াসে যে কোন কলেজের অধ্যাপক হওয়ার জন্য আবেদন করতে পারবে। এছাড়া ডক্টরেট হবার জন্য পড়াশোনা চালিয়ে যেতে পারবে। ঠিকমতো করে চলাফেরা করতে পারেনা পিয়াসা, কিন্তু তাও সে এক মুহূর্তে বিচলিত হয়নি। সমস্যা গুলিকে অতিক্রম করে ব্যতিক্রমী হয়ে উঠেছে।