পঞ্চায়েত ভোট ঘোষণার আগেই শুরু দেওয়াল লিখন

আজিজুর রহমান,গলসি : পঞ্চায়েত ভোট ঘোষণার আগেই দেওয়াল লিখন শুরু হয়ে গেল গলসির ২ নং ব্লকের বেশ কিছু এলাকায়। পাশাপাশি গলসি ১ নং ব্লকের বেশকিছু জায়গায় শুরু হয়েছে ওই কাজ। ভোট প্রচারে দুটি ব্লকের বেশকছু গ্রাম পঞ্চায়েতে উন্মাদনা এখন তুঙ্গে। ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জ্জীকে সামনে রেখেই তৃণমূলের প্রচারে দেওয়াল লিখন শুরু করেছেন এলাকার তৃণমূল কর্মীরা।  তৃণমূল কর্মী শুভদ্বীপ সাঁই জানান, আসন্ন পঞ্চায়েত ভোট দরজায় কড়া নাড়ছে। তারই প্রস্তুতি শুরু করেছেন তাদের গ্রামের তৃণমূল কর্মীরা। তিনি বলেন, ভালবাসে তৃণমূলটা করি। তাই কে প্রার্থী হল সেটা নিয়ে চিন্তা করিনা। দিদিকে প্রার্থী ভেবে দেওয়াল লিখছি। বিধায়ক নবীনচন্দ্র বাগ বলেন, কিছুদিনের মধ্যেই ভোটের দামামা বেজে যাবে। তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে এলাকায়। তিনি বলেন, তৃণমূলের সব বুথের প্রার্থী দলনেত্রী মমতা ব্যানার্জ্জী। তাদের নেত্রীকে দেখেই আগে বাংলার জনগন ভোট দিয়েছেন। এবারও তাই হবে। পঞ্চায়েত ভোটে জেতার প্রসঙ্গে তিনি বলেন, দিদির তৈরী সরকার বাংলার মানু‌ষের জন্য যা করছেন সেটা আজ প্রযন্ত কোন সরকার করেনি। তাই মানুষ তৃণমূলকেই ভোট দেবে। আর তারা আবারও রাজ্যের সবকটি জায়গায় পঞ্চায়েত গঠন করবেন।