বসুন্ধরা জনকল্যাণ সোসাইটির উদ্যোগে চারাগাছ রোপন

নতুন গতি : বসুন্ধরা জনকল্যাণ উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর বন বিভাগের সহযোগিতায় শালবনি ব্লকের কোরাদানা গ্রামে 100 টি বৃক্ষ রোপন করা হলো এবং আগামী দু-বছর পর্যন্ত চারা গাছ গুলির পরিচর্যার সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হয়েছে ।

     

    এই মহতী পরিবেশ বান্ধব কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য বুদ্ধদেব পাল,কিংশুক ঘোষ,নিতাই পাত্র,বিশ্বজিৎ পাল,রাকেশ চালক,শুভদীপ দন্ডপাট ,সুমন পাত্র,অন্তু পাল । ট্রাস্টের জেলা সেবা প্রমুখ সুমন পাত্র বলেন পরিবেশ রক্ষায় আগামী দিনেও এই ধরণের কর্মসূচি গ্রহণ করা হবে।