|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, হলদিয়া: জেলার হলদিয়ার সুতাহাটা ব্লকের আশদতলিয়া অঞ্চলের অন্তর্গত জামালচক গ্ৰামের গুরুপদ ঘাঁটির বাগানে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্র ও প্রয়াস সংস্থার পক্ষথেকে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল।
নারকেল সুপারি ,পেয়ারা, জামরুল, লেবু, বকুল, শিশু,পলাশ কাঁঠাল ইত্যাদি গাছ রোপণ করা হয়।উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সহ সম্পাদক নকুল চন্দ্র ঘাঁটী, বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক মণীন্দ্র নাথ গায়েন, সুকুমার মাইতি, মলয় মহাপাত্র শিবরাম দাস,বিল্বপদ ঘাঁটি সুকোমল প্রধান প্রমুখ।