|
---|
সেক আতিউল্লা (সম্রাট) , চন্ডীপুর , পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর জেলার তমলুক পৌরসভার অধীনে হর্সপিটাল মোড় থেকে মেছাদা গামী যাওয়ার রাস্তার এইভাবে দীর্ঘদিন আশেপাশের দোকানের প্লাস্টিক নাসিংহোমের সিরিঞ্জ থেকে শুরু বিভিন্ন বর্জ্য পর্দাথ এই ভাবে রাস্তার ওপর ফেলে রেখেছে। যা থেকে দুগর্ন্ধ ছড়াচ্ছে। আর এই দুগর্ন্ধে স্কুল পড়ুয়া সহ ব্যবসায়ী ও যাত্রীগনেরা মুখে রুমাল ঢেকে প্রবেশ করছে ৷ এই সমস্যা দীর্ঘদিন ধরে বেড়েই চলেছে কিন্তু কোনো পদক্ষেপ নেইনি পৌরসভা। এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। খুব শিঘ্রই ব্যবস্থা করা হোক। ভোগান্তির শেষ কবে হবে।