|
---|
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় : জাতীয় কবিতা উৎসব ২০-র কবিতা কার্নিভাল-এর প্রথম দিনেই ‘কুসুমের ফেরা’ থেকে ‘আমার লোক’ কবিতাটির ভিডিও পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই শেয়ার হয়ে যায় ১৮৭টি। ওয়ান কে-রও বেশি দর্শক দেখে ফেলেন সেটা।সিদ্ধার্থ সিংহের লেখা এই কবিতাটি ‘কৃত্তিবাসি’তে প্রকাশের সঙ্গে সঙ্গেই হইহই পড়ে যায়।কানাডার অটোয়া থেকে প্রকাশিত জনপ্রিয় বাংলা পত্রিকা ‘আশ্রম’ পর্যন্ত সেই কবিতাটি পর দিনই পুনর্মুদ্রণ করে। অনেক নামী-অনামি বাচিকশিল্পীরা শুরু করে দেন কবিতাটির আবৃত্তি।কুসুমের সেরা পত্রিকার সম্পাদক কবি সাকিল আহমেদ কবিতাটির ভূয়সী প্রশংসা করে কবিকে বলেন, কুসুমের ফেরা সাহিত্য পত্রিকা আয়োজিতজাতীয় কবিতা উৎসব ২০-র কবিতা কার্নিভাল আমরা শুরু করতে চাই এই কবিতাটি দিয়েই। এবং তারা পোস্ট করার সঙ্গে সঙ্গেই ঝড়ের বেগে শুরু হয়ে যায় শেয়ার এবং কমেন্ট।যাঁরা বলেন বাংলা কবিতায় কিছু হচ্ছে না, এটা দেখে তাঁরা কি বলবেন?এ প্রসঙ্গে ‘আমার লোক’ কবিতার জনক সিদ্ধার্থ সিংহকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি তো লিখেই খালাস। যতক্ষণ না আমি তৃপ্তি পাচ্ছি ততক্ষণ ঘষামাজা করি। একবার আমার হাত থেকে কোনও লেখা বেরিয়ে গেলে সেটার দিকে আমি আর ফিরেও তাকাই না। ফলে কতগুলো শেয়ার হয়েছে, কত জন শ্রোতা কবিতাটি শুনেছেন কিংবা কত জন পাঠক ওটা পড়েছেন, সেটা নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। তবে হ্যাঁ, কারও যদি আমার কোনও লেখা ভাল লেগে থাকে, সেটা তো ভালই।— আপনি কি আপনার আর কোনও কবিতার জন্য এই ভাবে সাড়া পেয়েছেন? জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমার তো যে কোনও লেখা নিয়েই দেখি হয় প্রশংসার ছড়াছড়ি, আর তা না হলে কান ঝালাপালা করা গালাগালি। মাঝামাঝি কিছু তো হয় না।সানন্দা পত্রিকায় প্রকাশিত আমার ‘বাঁ হাতের বুড়ো আঙুল’ গল্পটি নিয়ে তো এক রাজনৈতিক নেতা আমার বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মামলা করেছেন। আমাকে তুলেও নিয়ে গিয়েছিলেন গুন্ডা দিয়ে।কিছু দিন আগে নার্সদের নিয়ে একটি গদ্য লেখার জন্য নার্সরা তো আমার বাড়ি রীতিমতো ঘেরাও করে রেখেছিলেন।এই তো গত মাসেও আমার ‘প্লিজ’ কবিতাটি ভাইরাল হয়েছিল।— এতে আপনার সমস্যা হয় না? শুনে একগাল হেসে তিনি বললেন, আমি যেটা মনে করি, আমি সেটাই লিখি। তার জন্য যদি কারও গাত্রদাহ হয়, সে দায় আমার নয়। আমি আমার জায়গায় একদম পরিষ্কার।কিন্তু কী আছে এই ‘আমার লোক’ কবিতাটিতে? নিজেরাই একবার পড়ে দেখুন। কৃত্তিবাসি থেকে সরাসরি তুলে দেওয়া হল এখানে—
আমার লোক
সিদ্ধার্থ সিংহ
দুর্গতদের ত্রাণের মালপত্র মাঝপথে বেচে দিলেও
ছাড় পেয়ে যাবেন
যদি আমার লোক হন।
যদি আমার লোক হন
দেড় বছরেই দ্বিগুণ টোপ দিয়ে
জনগণের কাছ থেকে
তুলুন না যত খুশি টাকা।
ফাঁকা বাড়ি পেয়ে দিনে-দুপুরে দল বেঁধে ঢুকে
মা এবং মেয়েকে একই খাটে…
হাতেনাতে ধরা পড়লেও
অত ভয় পাওয়ার কিছু নেই
যদি আমার লোক হন।
খুন-টুন, রাহাজানি, আর্মস নিয়ে ঘোরা
কিংবা জমি দখল, তোলাবাজি, অপহরণ
যা ইচ্ছে করুন
চিন্তার কিছু নেই
যদি আমার লোক হন।
আর আমার লোক হতে গেলে?
না না, শুধু ভোট দিলেই হবে না
শুধু মিছিলে হাঁটলেই হবে না
শুধু আমার তালে তাল মেলালেই হবে না।
ও সব তো সবাই করে,
আমার লোক হতে গেলে
যা লুঠ করবেন, তার অন্তত এইট্টি পার্সেন্ট
আমাকে দেবেন, ব্যস।
তা হলেই আপনি আমার লোক
আমার লোক
এবং আমার লোক…