|
---|
সাকিব হাসান, বারুইপুর, দঃ ২8 পরগনা : জয়নগরে নির্বাচনী প্রচার সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন জয়নগরের মায়াহাউড়ির সভা থেকে প্রধানমন্ত্রী আত্মবিশ্বাসের সঙ্গেই বললেন বাংলায় আসল পরিবর্তন আর মাত্র একমাস দূরে। এদিন প্রধানমন্ত্রী এই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাঁকে তীব্র কটাক্ষ করে বলেন দিদি আমি মরসুমি ক্ষমতাধারী লোক নই। খেলার মাঠ ছিল, আছে, থাকবে। বিজেপির জন্য বাংলার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, শিল্পের মাঠ হয়ে উঠবে। সোনার বাংলার লক্ষ্যে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার কাজ করবে।
এদিন জয়নগরের নির্বাচনী সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে টিপ্পনি কেটে বলেন, বাংলায় ভোটের জনমত সমীক্ষা বা বুথ ফেরত সমীক্ষা যদি কেউ জানতে চান তাহলে খুব একটা তাঁকে পরিশ্রম করতে হবে না। বাংলার ভোটের গতিবিধি এবার বলছে দিদির হার নিশ্চিত। প্রধানমন্ত্রী এদিন নিমতায় বিজেপি কর্মীর মায়ের মৃত্যু প্রসঙ্গে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে বলেন, শোভা দেবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। অবাক লাগে, এত অত্যাচারের পরও দিদি কুল কুল বলেন! দিদি তৃণমূল কুল নয়, বাংলার মানুষের কাছে ‘শূল’। দিদি আপনাকে হত্যার হিসেব দিতে হবে। দিদি অনেক হয়েছে,আর রক্তের খেলা চলবে না। আর অত্যাচারের খেলা চলবে না।
এদিন মোদি বলেন আমাকে যত ইচ্ছা গালি দিন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের আস্থা, রামকৃষ্ণ পরমহংস ও শ্রীচৈতন্য মহাপ্রভুর সংস্কারকে গালি দিতে দেবো না। কয়েকদিন আগে আমি বাংলাদেশে গিয়ে শক্তিপীঠ ও ওড়াকান্দিতে মতুয়া মন্দিরে গিয়েছিলাম। তা দেখে দিদির খুব রাগ হয়েছে মা কালীর মন্দিরে যাওয়াটা কি অন্যায় হরিচাঁদ ঠাকুর কে প্রণাম করা কি অপরাধ আসলে দিদি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে খুশি করতে চাইছেন। দিদি আমরা ভোট দেখে মন্দিরে যাই না। আমরা নিজেদের আস্থা, বিশ্বাস নিয়ে সারাজীবন গর্ববোধ করি।