পবিত্র মহরম সংক্রান্ত বিষয়ে উলুবেড়িয়া ২ নং বি ডি অফিসে প্রশাসনিক বৈঠক হয়

নিজস্ব সংবাদদাতা : আজ উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা বিধায়ক নির্মল মাঝি, প্রাক্তন সংসদ তথা বর্তমান উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি। বিধায়ক মহরম এর তাৎপর্য তুলে ধরেন উপস্তিত সকলের সামনে। এই করোনা পরিস্তিতিতে সরকারি নির্দেশ মতো কি ভাবে মহরম পালন করবে সেটিও সমস্ত বুঝিয়ে বলেন তিনি। তিনি সমস্ত প্রশাসনিক কর্তা ও প্রশাসনিক কর্মীদের ভূয়সী প্রশংসা করেন। বিধায়ক ইদ্রিশ আলি বলেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল ধর্মকে শ্রদ্বা করেন,তাই তিনি সকল রাজ্যবাসীর স্বার্থে,সমস্ত পরিবারের স্বার্থে সকল ধর্মের উৎসব পালন করার নির্দেশ দেন সরকারি কিছু নিয়মকানুন মেনে।সকলকে পবিত্র মহোরোমের আগাম শুভেচ্ছা জানান বিধায়ক ইদ্রিশ আলি। উপস্তিত ছিলেন হাওড়া গ্রামীন জেলা অতিরিক্তি পুলিশ সুপার আশীষ মৌর্য,এস ডি পি ও উলুবেড়িয়া অনিমেষ রায়,ও সি রাজাপুর অজয় সিং,ও সি বাউড়িয়া কৌশিক নাগ,বি ডি ও নিশীথ মাহাতো,২ নং ব্লক সভাপতি সেখ ইলিয়াস সহ সম্মানীয় বহু খলিফা গণ।