|
---|
আর এ মণ্ডল (খণ্ডঘোষ): বিশ্বব্যাপী পালিত হচ্ছে পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা।আবার করোনা ভাইরাস ঠেকাতে দুনিয়া জুড়ে চলছে লক ডাউন।দরিদ্র পরিবারগুলি পড়েছে মহা সংকটে।তাদেরই কথা ভেবে সারা ইন্টারন্যাশনাল এডুকেশন এণ্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এই পবিত্র রমজান উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম,দুবরাজহাট,বামুনারি,বারিশালি,সামাডাঙা ও কাপশীট ইত্যাদি গ্রামের দরিদ্র পরিবারের মধ্যে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।গ্রামে গ্রামে ট্রাস্টের নিজস্ব গাড়ি করে “লক ডাউন” মেনেই বিতরণ কাজ সম্পূর্ণ করা হয়। ট্রাস্টের সম্পাদক ডঃ শেখ হাফিজুর রহমান জানান যে,এই লক ডাউনের জেরে দরিদ্র পরিবারগুলির কঠিন অবস্থা।একদিকে করোনার ভয় সেই সাথে দারিদ্রতায় নাজেহাল।এই পরিস্থিতিতে গরিব মানুষের ঘরে ঘরে কিছু খাবার তুলে দিতে পারায় নিজেদের ধন্য মনে করেন।
কিছু দিনের মধ্যে পাশ্ববর্তী কয়েকটি গ্রামেও তারা এই উদ্যোগ নিতে চলেছেন।এর ফলে গরিব মানুষদের মধ্যে একটু হলেও খুশির ভাব লক্ষ্য করা যায়।