|
---|
সুবিদ আলি মোল্লা, নতুন গতি : ১৮জুন ,২০২৩ গোবরডাঙ্গা থানার অন্তর্গত মছলন্দপুরে ইমন মাইম সেন্টারের নিজস্ব নাট্য মঞ্চ “পদাতিক মঞ্চে” অনুষ্ঠিত হল “ইমন নাট্যমেলা”। পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সহায়তায় আয়োজিত এই নাট্যমেলায় মঞ্চস্থ হল নৃত্য, নাটক ও মূকাভিনয়। এদিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন করে নাট্যমেলার শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সদস্য আশিস চট্টোপাধ্যায়। এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্য পরিচালক জীবন অধিকারী, নাট্য পরিচালক নারায়ণ বিশ্বাস, সাংবাদিক নিরেশ ভৌমিক, বিশিষ্ট অভিনেতা প্রদীপ কুমার সাহা, ইমনের সভাপতি দোলা রায় হাওলাদার, সম্পাদক ধীরাজ হাওলাদার প্রমুখ বিশিষ্টরা। অনুষ্ঠান মঞ্চে অভিনেতা প্রদীপ কুমার সাহা-কে “ইমন সম্মান” প্রদান করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় ইমনের বন্ধুদের নৃত্য প্রদর্শনের মধ্য দিয়ে। এরপর মঞ্চস্থ হয় ইমন মাইম সেন্টারের শিশু-কিশোর বিভাগের পক্ষ থেকে জয়ন্ত সাহা নির্দেশিত নাটক “একটি ক্ষুদ্র বন্য গপ্পো”। প্রদর্শিত হল গোবরডাঙ্গা নাবিক নাট্যম এর জীবন অধিকারী নির্দেশিত ছোটদের নাটক “তিনুর কিসসা”। অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে ছিল মিনাক্ষী পাঠক-এর নির্দেশনায় “মল্লার” এর নৃত্য। তারপর ইমনের বন্ধু বিষ্ণু রায়ের নির্দেশনা ও অভিনয়ে এবং সহ মূকাভিনেতা সায়ন প্রামাণিক এর অভিনয় সমৃদ্ধ মূকাভিনয় “দন্ত চিকিৎসক”। ছিল অরূপ দাঁ নির্দেশিত গোবরডাঙ্গা নাট্যায়ন এর নাটক “রাস্তা”। সর্বশেষ আকর্ষণ ছিল ইমন মাইম সেন্টারের নবতম প্রযোজনা : জীবন অধিকারী নির্দেশিত ধীরাজ হাওলাদারের তত্ত্বাবধানে নাটক “যুযুধান”। জীবনবাবু, অনুপ মল্লিক ও জয়ন্ত সাহার সাবলীল অভিনয় দর্শকদের মন জয় করে নেয়। সমগ্র অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মত।